কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালু করার আহ্বান নেজামে ইসলাম পার্টির


জাগো প্রহরী : উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কর্মপরিষদ এর এক জরুরি অধিবেশন অনলাইন সফটওয়্যার এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী।

নির্ধারিত আলোচ্যসূচির উপর সারাদেশের বিভিন্ন থানা, জেলা ও মহানগরে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে সংযুক্ত হয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

নেতৃবৃন্দ দলের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ দেশের চলমান এই সংকট উত্তরণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

সভায় ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে রাস্ট্রীয় উদ্যোগে সর্বাত্মক সুষ্ঠু ত্রাণ তৎপরতা চালানোর জোর দাবি জানানো হয়।

সমাপনী বক্তব্যে আমীরে নেজাম অবিলম্বে সকল
কওমী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে এবং দ্রুততম সময়ের মধ্যে মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত মিটিয়ে আরও সংযুক্ত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী, যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা সালামত উল্লাহ, অধ্যক্ষ মনজুরুল কাদের চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানাআজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, সংস্কৃতি বিষয়ক সচিব হাফেজ মাওলানা আজিজুল হক, সাহিত্য বিষয়ক সচিব মুফতী শরীফুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সচিব মাওলানা এরশাদ বিন জালাল, কৃষি বিষয়ক সচিব মাওলানা গোলাম কিবরিয়া, আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক জনাব নজীর আহমদ, ছাত্রর বিষয়ক সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মহামুদুল হক লোহাগড়া, মাওলানা আফতাবউদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা মোসাদ্দেকুল মাওলা, মাওলানা কামরুল ইসলাম ফরিদপুরী, মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা সাইফুল মালেক, ইসলামী ছাত্র সমাজের সভাপতি আতিকুররহমান সিদ্দিকী, মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমুখ নেতৃবৃন্দ।

পরিশেষে মহান আল্লাহর কাছে দেশের শান্তি সমৃদ্ধির মোনাজাতের মাধ্যমে অধিবেশন এর সমাপ্তি ঘোষণা করা হয়।

জাগো প্রহরী/এফ আর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ