আফগান সামরিক কেন্দ্রে তালেবান হামলায় নিহত ৫


জাগো প্রহরী : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ৫ সেনাকে হত্যার কৃতিত্ব দাবি করেছে তালেবানরা। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবান হামলার তীব্রতা বেড়ে গেছে

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আফগান সরকারি কর্মকর্তা। রোববার গভীর রাতে হামলাটি চালায় তালেবানরা। এই স্থাপনায় আফগান সেনা ও গোয়েন্দাদের ২৫০ জনের মতো সদস্য ছিলেন বলেও জানা গেছে।

তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন, বেশ কয়েক ডজন শত্রু সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বোমা বিস্ফোরণের কথা স্বীকার করে বলেছে, এতে একজন সেনা সদস্য আহত হয়েছে।

এই হামলা থেকে বেঁচে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা সদস্য বলেন, রোববার রাতের এই হামলায় ১৮ জনের মৃতদেহ তিনি সরিয়েছেন।

তবে অন্যান্য সূত্র জানিয়েছে, গাড়ি বোমা হামলায় পাঁচ জন সেনা নিহত হয়েছে এবং আরো পাঁচ জন আহত হয়েছেন। তালেবানদের হামলার লক্ষ্য ন্যাশনাল আর্মি স্থাপনা ছাড়াও ছিল নিরাপত্তা বিষয়ক ন্যাশনাল ডাইরেক্টরেট।

নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানায়, মৃত্যুর সংখ্যা আরো বেশি।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

জাগো প্রহরী/গালিব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ