সিজদারত অবস্থায় আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়বের ইনতেকাল


জাগো প্রহরী : দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরি’র মুহতামিম মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ইনতেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেখল হামিউসসুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক ও হাটহাজারী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমাযানুল মোবারকের শেষ দশকের এতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জায়নামাজে সিজদারত অবস্থায় ইনতেকাল করেন।

ইনতেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে পাঁচ মেয়ে, নাতি নাতনী এবং হাজারো শাগরীদ, মুরীদান ও ভক্ত রেখে গেছেন। আল্লামা মুফতি নুরুল হক রহ.এর ইন্তেকালের পর থেকে প্রায় ৩৬ বছর তিনি মুহতামিম ছিলেন।

জাগো প্রহরী/ফাইয়াজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ