রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে আগুন


জাগো প্রহরী : রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত আইসোলেশন সেন্টারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৭ মে) রাত রাত১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে অবস্থিত হাসপাতালটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

জাগো প্রহরী/এফ আর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ