জাগো প্রহরী : দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামেয়াতুল আরাবিয়াতুল
ইসলামিয়া (জিরি মাদ্রাসা) এর মুহতামিম (প্রিন্সিপাল) পীরে কামেল আলহাজ্ব আল্লামা শাহ মো. তৈয়ব আজ সোমবার ( ২৫ মে ) ভোর রাত ১.৩৫ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
শাইখুল হাদিস আল্লামা শাহ মো. তৈয়ব (রহ.) এর ইনতেকালে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আল্লামা শাহ মো. তৈয়ব ছিলেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইলমে হাদিসের একজন যোগ্য উস্তাদ, অসংখ্য আলেমে দ্বীনের শিক্ষক, বহু মসজিদের প্রতিষ্ঠাতা এবং অসংখ্য দ্বীনি,সামাজিক এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।
শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম আল্লামা শাহ মো. তৈয়ব (রহ.) কওমি মাদরাসা সমূহের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) এর সন্মানিত সিনিয়র উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিসহ বাংলাদেশে কওমি ধারার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশে দীনি শিক্ষার প্রচার ও প্রসার, সামাজিক এবং সেবা ধর্মী কার্যক্রমে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুম আল্লামা শাহ মো. তৈয়ব (রহ.) এর মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একই বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, অসংখ্য ভক্ত,অনুসারী,ছাত্র ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ