স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা


জাগো প্রহরী : প্রায় এক মাস পর শারীরিক দূরত্ব মেনে শর্ত সাপেক্ষে মসজিদগুলোতে জামায়াতে নামাজ আদায় শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনেই জোহরের নামাজ আদায় করেন তারা।

আজ বৃহস্পতিবার ( ৭ মে ) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় শুরু করেছেন তারা। নামাজ আদায়ের সময় তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করতে দেখা গেছে।

মুসল্লিরা জানান, আমাদের মসজিদে সরকারের দেওয়া সব শর্ত মেনে নামাজ আদায় করছেন মুসল্লিরা। পুরো রমজানজুড়ে এভাবেই আমরা সালাত আদায় করবো।

প্রসঙ্গত, ধর্ম মন্ত্রণালয় ৬ এপ্রিল জুমার জামাতে ১০ জন এবং ওয়াক্তি নামাজে পাঁচজনের জামাতের অনুমতি দেয়। পরে ২৩ এপ্রিল থেকে রমজান মাসে তারাবির জামাতও সীমিত আকারে আদায়ের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। ওই নির্দেশনায় সর্বোচ্চ ১২ জনের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

জাগো প্রহরী/গালিব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ