মসজিদ উন্মুক্ত করে দেওয়ায় জাতীয় ইমাম পরিষদের অভিনন্দন



জাগো প্রহরী : আগামীকাল ৭ মে থেকে শর্তসাপেক্ষে মসজিদ উম্মুক্ত ঘোষণা দেওয়ায় ধর্ম মন্ত্রণালয়সহ দেশের ১৫ শীর্ষ আলেম যারা একমাস যাবত মসজিদ খোলার ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করেছেন জাতীয় ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি আকরাম হুসাইন। 

তিনি আজ এক বিবৃতিতে জাগো প্রহরী টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা একমাস যাবত মসজিদ খোলার জন্য বিবৃতিসহ নানান প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, সব শেষ আরো ২০০ জন আলেম মসজিদ উম্মুক্ত করার বিষয়ে বিবৃতি প্রদান করেছেন ৷ আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন ৷

জাগো প্রহরী/এফ আর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ