জাগো প্রহরী : সিরিয়ায় আবুল ফজল সারলাক নামের ইসলামি বিপ্লবী গার্ডসের এক কমান্ডার নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে।
তবে সারলাকের মৃত্যু নিয়ে সাংঘর্ষিক তথ্য দিচ্ছে ইরানি গণমাধ্যম। আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, রোববার পূর্ব আলেপ্পো শহরে আইএসের বিস্ফোরক ফাঁদে তিনি নিহত হয়েছেন।
আর ফারস নিউজ বলছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। সিরিয়া ও ইরাকে কয়েক বছর ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন সারলাক।
স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিরিয়ার আলেপ্পোয় থাকতেন এই কমান্ডার। এছাড়ার শহরটিতে বিপ্লবী গার্ডসের প্রধান কার্যালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
ইরানি গণামধ্যম জানিয়েছে, আল-কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন সারলাক।
গত জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন গুপ্তহত্যার শিকার হন কাসেম সোলাইমানি।
সারলাক নিহত হওয়ার পর আল-কুদস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল ঘানির সঙ্গে তার একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জাগো প্রহরী/ফাইয়াজ
0 মন্তব্যসমূহ