জাগো প্রহরী : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) টহলে হামলায় অন্তত তিন জওয়ানের মৃত্যু হয়েছে।এ হামলায় আরও ৭ জন আহত হয়েছেন।খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।
সোমবার ( ৪ঠা মে ) কাশ্মীরের হ্যান্ডওয়ারায় সিআরপিএফের টহলে স্বাধীনতাকামীদের হামলায় এই প্রাণহানি ঘটে। এর আগে শনিবার কুপওয়ারায় মুজাহিদদের হামলায় দুই সেনা কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এনকাউন্টারে দুজন ‘সন্ত্রাসী’ নিহত হয়।
সূত্রের বরাতে বলা হয়, এদিন সিআরপিএফ টহল বাহিনীর ওপর ভারী গুলিবর্ষণ করে স্বাধীনতাকামীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে অন্যান্য বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।
সিআরপিএফের পক্ষ থেকে বলা হয়, এনকাউন্টার চলছে। আমরা কিছুটা হতাহত হয়েছি।
জাগো প্রহরী/ফাইয়াজ
0 মন্তব্যসমূহ