জাগো প্রহরী : জন সুরক্ষা আইনে জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গত বছরের ৫ই অগস্ট থেকে গৃহবন্দি করা রাখা হয়েছে, আরও তিনমাস একইভাবে কাটাতে হবে তাকে।
ফলে তাকে প্রায় ১ বছর গৃহবন্দি থাকতে হতে পারে। এপ্রিল থেকে শ্রীনগরের বাড়িতে গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি। তার আগে মৌলানা আজাদা শহরে তৈরি করা কারাগারে রাখা হয় তাকে।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময়ে আটক করা হয় পিডিপি নেত্রী মেহবুবা মুৎতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা সহ উপত্যকার প্রায় শখানেক রাজনৈতিক নেতাকে।
মার্চে মুক্তি দেওয়া হয় ওমর আবদুল্লাকে। মেহবুবা মুফতির আটকের মেয়াদ বৃদ্ধিকে ‘অবিশ্বাস্য নিষ্ঠুরতা এবং অধঃপতনশীল পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন ওমর আবদুল্লা।
তিনি আরও উল্লেখ করেন, ‘একটি সরকারের তরফে কত কয়েকদিনে বারবার জম্মু ও কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি বলে দাবি করা হয়েছে, সেখানে মেহবুবা মুফতিকে আটকে রাখার ঘটনাতেই প্রমাণ হয়, কয়েকদশক পিছিয়ে গেল জম্মু ও কাশ্মীর।’
জাগো প্রহরী/ফাইয়াজ
0 মন্তব্যসমূহ