![]() |
চাঞ্জমুল্লা অঞ্চলে শনিবার থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। - ছবি : এনডিটিভি |
জাগো প্রহরী : ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের হান্দওয়াড়ায় স্বাধীনতাকামীদের সাথে এক এনকাউন্টারে একজন কর্নেল ও একজন মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় বিপক্ষের দুইজনও নিহত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
খবরে প্রকাশ, শনিবার ( ২ মে ) থেকেই উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলে শুরু হয়েছিল গুলির লড়াই। শনিবার জম্মু ও কাশ্মিরের পুলিশের সাথে সেনাবাহিনীর এই যৌথ অভিযান শুরু হয়। এক সরকারি বিবৃতি থেকে তেমনটাই জানা যাচ্ছে। এও জানানো হয়েছে, দলটি আটকে পড়া সাধারণ নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গিয়েছিল, চাঞ্জমুল্লায় একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আটক করেছে বিদ্রোহীরা। এরপরই জম্মু ও কাশ্মিরের পুলিশের সাথে সেখানে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। দলে ছিলেন পাঁচ সেনাকর্মী ও জম্মু-কাশ্মির পুলিশকর্মীরা। ওই নাগরিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যায় দলটি।
এরপর ওই নাগরিকদের উদ্ধার করতে গিয়ে বিদ্রোহীদের উপরে গুলি চালাতে থাকে উদ্ধারকারী বাহিনী। শেষ পর্যন্ত সফলভাবে ওই নাগরিকদের উদ্ধার করতে দলটি সফল হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র : এনডিটিভি
জাগো প্রহরী/ফাইয়াজ
0 মন্তব্যসমূহ