জাগো প্রহরী : আসন্ন ১৪৪১ হিজরির রমজান মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে শর্ত সাপেক্ষে তারাবির নামাজ হবে বলে সোমবার ( ২০ এপ্রিল ) এশার নামাজের পর ভিডিও লাইভে সংবাদ সম্মেলনে মসজিদে হারামের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস এ তথ্য জানিয়েছেন ৷
মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট মসজিদে তারাবি নামাজের ইমামতির তথ্য উল্লেখ করা হয়েছে ৷ তা হলো -
মসজিদে হারামে যারা এবার তারাবিহ পড়াবেন :
মক্কার মসজিদ হারামে তারাবিহ পড়াবেন ৬ জন ইমাম। এখানেও এবার কোনও নতুন অতিথি ইমাম থাকছেন না। যথাক্রমে :
১. শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ জুহানি।
২. শায়খ ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ সুদাইস।
৩. শায়খ ড. সাউদ বিন ইব্রাহিম শুরাইম।
৪. শায়খ ড. মাহের বিন হামাদ মুআইকিলি
৫. শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দোসারি।
৬. শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলা।
মসজিদে নববিতে যারা এবার তারাবিহ পড়াবেন:
মদিনার মসজিদে নববিতে তারাবিহ পড়াবেন ৬ জন ইমাম। এবার পড়াবেন না শায়খ হুজাইফি ও ছুবাইতি। কোনও নতুন অতিথি ইমামও থাকছেন না। যথাক্রমে :
১. শেখ আহমাদ হামিদ
২. শেখ আব্দুল মুহসিন আল কাসিম
৩. শেখ সালাহ আল বুদায়ের
৪. শেখ আহমাদ হুজাইফি
৫. শেখ আবদুল্লাহ বুয়াঈজান
৬. শেখ খালেদ আল মুহান্না
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্য