জাগো প্রহরী : খেলাফত মজলিসের নায়েবে আমির, মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী ইন্তোকাল করেছেন। ইন্নালিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে মির্জাপুর কুমিদিনী হাসপাতালে তিনি ইন্তিকাল করেছেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদক অধ্যাপক মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন ৷ তিনি দীর্ঘদিন যাবৎ পাকস্থলির সমস্যায় ভুগছিলেন ৷
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭০ বছর। আজ বাদ এশা টাঙ্গাইলের মির্জাপুর গোরাইল তার প্রতিষ্ঠিত মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে গোরাইলস্থ পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ