লিবিয়ায় খলিফা হাফতারকে আবারও সমর্থন আরব আমিরাতের



জাগো প্রহরী : লিবিয়ার বিবদমান দুই দলকে জাতিসঙ্ঘের তত্ত্বাবধায়নে রাজনৈতিক পর্যায়ে যুদ্ধ সমাপ্ত প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হতে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এই আহ্বান জানায় দেশটি।

একই সাথে দেশটি লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খালিফা হাফতারকে আবারো সমর্থন জানিয়েছে৷

লিবিয়ায় এ মুহূর্তে দুটি পরস্পরবিরোধী প্রশাসন সক্রিয় আছে। একটির নেতৃত্ব দিচ্ছেন জাতিসঙ্ঘ স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ আল সিরাজ ও অন্যটি জেনারেল খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনী।

যদিও সংযুক্ত আরব আমিরাত জেনারেল খলিফা হাফতারকে ২০১৫ সালে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় হওয়া চুক্তি বাতিল করে লিবিয়ায় নতুন সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য লিবিয়ার সেনাবাহিনীর প্রশংসা করেছে। এছাড়াও যুদ্ধ বিরতির পদক্ষেপে তুরস্কের সামরিক হস্তক্ষেপকেও সমর্থন জানিয়েছে।

জার্মানির বার্লিনে হওয়া সম্মেলনে দেয়া এক বিবৃতিতে আরব আমিরাত রাজনৈতিক সমাধানে সমর্থন প্রকাশ করে ও জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
সূত্র : আল আরাবিয়া

জাগো প্রহরী/ফাইয়াজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ