জাগো প্রহরী : রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা সন্তোষজনক।
আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায়
হাসপাতালের নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক টিম তাঁর চেকআপ শেষে এ কথা জানান। তারা আরো জানান, তিনি এখন আশংকামুক্ত।
হাসপাতালে আল্লামা শাহ আহমদ শফীর চিকিৎসা তদারকিতে থাকা দারুল উলুম হাটহাজারীর সহকারি শিক্ষাপরিচালক, মাওলানা আনাস মাদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা আনাস মাদানী দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে রটানো গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। এবং তিনি ও তাঁর পরিবারের পক্ষ হতে আমিরে হেফাজতের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
জাগো প্রহরী/ফাইয়াজ
0 মন্তব্য