জাগো প্রহরী ডেস্ক :
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২০ জন। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন।
এর মধ্যে ঢাকার ৩৯ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ৷
৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন আর নারী ২১ জন ৷
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২১৮ জন।
আজ বুধবার (০৮ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
0 মন্তব্যসমূহ