জাগো প্রহরী ডেস্ক :
মুন্সিগঞ্জের পরিচিত আলেম, ঐতিহ্যবাহী মুস্তাফাগঞ্জ মাদরাসার সাবেক মুহতামিম ও শায়খুল হাদিস এবং ঢাকার তাঁতীবাজার মাদরাসার শায়খুল হাদিস মুফতি আবদুল্লাহ বিক্রমপুরী বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ৷
এখন পর্যন্ত তার জানাযা এবং দাফন-কাফনের ব্যাপারে জানা যায়নি।
কর্মজীবনে তিনি রাজধানীর গেন্ডারিয়া জামালুল কুরআন মাদরাসার সাবেক মুহাদ্দিস এবং তাঁতীবাজার কেন্দ্রীয় মাদরাসা মসজিদের খতিব ছিলেন৷
মুফতি আবদুল্লাহ বিক্রমপুরী দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন আল্লামা আহমদ শফি সাহেবের খলিফা ছিলেন । ব্যক্তিজীবনে তিনি প্রচারবিমুখ আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন ৷ ইসলামী অর্থনীতিতে তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন ৷
জাগো প্রহরী/সালমান
জাগো প্রহরী/সালমান
0 মন্তব্যসমূহ