মাঈনুল হাসান :
চলমান নভেল করোনা মহামারিতে কর্মহীন হয়ে যাওয়া সাময়িক দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আজ শুক্রবার ( ১০ এপ্রিল ) ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাষাণটেক থানার ব্যবস্হাপনায় রাজধানীর ভাষাণটেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলরন বাংলাদেশ ভাষাণটেক থানার সভাপতি আলহাজ লুৎফর রহমান,ভাষাণটেক বামুক সদর মাও. মাহমুদুল হাসান,ভাষাণটেক থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কামরুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন ভাষাণটেক থানা সভাপতি মাও. মাহফুজুর রহমান ও সাবেক ইশা ছাত্র আন্দোলন ভাষাণটেক থানার সভাপতি মাঈনুল হাসানসহ প্রমুখ ৷
জাগো প্রহরী/এইচএইচ
0 মন্তব্যসমূহ