জাগো প্রহরী : মহামারির সংকটকালে বিপদগ্রস্থ অধীনস্থদের পাশে দাঁড়াতে সকল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
আজ বৃহষ্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসলাম শ্রমিকের সাথে ভাল ব্যবহারের শিক্ষা দিয়েছে। ইসলামী আদর্শে মনিব-গোলাম, বড়-ছোট, ধনী-গরীব ও মালিক-শ্রমিক সবাই সমান। ইসলামে শ্রমিক-মালিকের সম্পর্ক হবে পিতা-সন্তানের ন্যায়। পরিবারের সদস্যদের মতই শ্রমিকের খোঁজ-খবর নেয়া, সুখ-দুঃখ ও সুবিধা-অসুবিধার মুহুর্তে শ্রমিকদের খেয়াল রাখা ও পাশে দাঁড়ানো মালিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
রাসূল (সা) বলেছেন, ‘‘তোমাদের অধীন ব্যক্তিরা তোমাদের ভাই। আল্লাহ তা’লা যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন তাকে তা-ই খেতে দাও, যা তুমি নিজে খাও। তাকে তা-ই পরিধান করতে দাও, যা তুমি নিজে পরিধান কর।’’ (বুখারী শরীফ)
তাই করোনা মহামারির এ দুর্যোগপূর্ণ অবস্থায় বহু পরিবার অভাবগ্রস্থ ও কষ্টে দিনাতিপাত করছে। বিত্তবানদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। বিশেষ করে প্রত্যেক মালিকের উচিত শ্রমিকদের খোঁজ-খবর নেয়া তাদের পাশে দাঁড়ানো।
জাগো প্রহরী/এফ আর
0 মন্তব্যসমূহ