জাগো প্রহরী : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪১৮৬।
এছাড়া নতুন মারা গেছেন ৭ জন ৷ মোট মৃতের সংখ্যা ১২৭ জন ৷
আজ বৃহষ্পতিবার ( ২৩ এপ্রিল ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয় ৷
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১০৮ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়৷
জাগো প্রহরী/আরআর
0 মন্তব্য