জাগো প্রহরী ডেস্ক :
বর্তমানে দেশে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে—জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশনার প্রয়োজন নেই। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
শিক্ষাপঞ্জি অনুসারে ২৫ এপ্রিল থেকেই রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তাই এই ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সরকার প্রতি বছর রমজানের শুরু থেকেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে। সে হিসাবে ঈদের আগে আর স্কুল-কলেজ খোলা হবে না।
এদিকে ঢাবি থেকেও এক বিজ্ঞপ্তিতে মাস্টার্সের সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্হগিত ঘোষণা করা হয়েছে ৷
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ