করোনায় সংক্রমিত অথবা সন্দেহজনক লাশ কাফন-দাফনে কাজ করছে আল-মারকাজুল ইসলামী



বিশেষ প্রতিনিধি: 

রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত অথবা করোনা সন্দেহজনক ব্যক্তিদের লাশ গোসল,কাফন-দাফনে কাজ করছেন মুফতি শহীদুল ইসলামের পরিচালনাধীন আল মারকাজুল ইসলামী বাংলাদেশ৷ জানা গেছে সরকারিভাবে তাদেরকে এ কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে ৷

আল-মারকাজুল ইসলামীর পক্ষ থেকে একটি মজবুত আলেম টিম নিরলসভাবে করোনা সংক্রমনে মৃত/সন্দেহজনক ব্যক্তিদের লাশ গোসল,কাফন ও দাফনে কাজ করছেন ৷ এই টিমে রয়েছেন মারকাজের অফিসার মুফতি রুকনুদ্দিন,মাওলানা হামজাসহ প্রমুখ ৷

জাগো প্রহরীকে মুফতি রুকনুদ্দিন বলেছেন, ভয়াবহ এ পরিস্হিতিতে যখন কেউ এ মহতি কার্যক্রমে এগিয়ে আসছেন না৷ তখন আমরা লিল্লাহিয়াতের জন্য এগিয়ে এসেছি ৷ সবাই আমাদের জন্য দোয়া করবেন ৷ পাশে থাকবেন ৷

আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ সংস্হাটি ১৯৮৮ সনে প্রতিষ্ঠিত হয় ৷ বর্তমান চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম ৷ তাদের আল-মারকাজুল ইসলামী হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে ঢাকার মোহাম্মদপুর বাবর রোডে ৷ রয়েছে নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস৷ গরীব ও অসহায় রোগীদের ক্ষেত্রে ফ্রী সার্ভিস দেওয়া হয়। এ ছাড়া সারা বছর ফ্রি-ছানী রোগী দেখা,ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন ৷ ইতিপূর্বে রোহিঙ্গাদের পুনর্বাসনের সময়েও খাদ্য,অর্থ ও চিকিৎসাসহ নানা খাতে তারা সহযোগিতা করেছেন ৷ তাদের পাশে ছিলেন ৷

মারকাজের অবস্থান: শিশুমেলার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর বিপরীত পাশের গলি দিয়ে ১০০ গজ এগিয়ে হাতের ডান পাশে আল মারকাজুল ইসলামী হাসপাতাল ৷

ঠিকানা: ২১/১৭ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
ফোন নম্বর: ৯১২৭৮৬৭ এবং ০১৮১৮-৭৩২৯০৫।
( Al-markazul Islami  bkash 01925903967 )
ই-মেইল:  markazbd@yahoo.com




জাগো প্রহরী/এইচএইচ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ