জাগো প্রহরী ডেস্ক :
ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে অবস্থানরত ছাত্রদেরকে শুক্রবার ( ১০ এপ্রিল ) (যারা ছুটিতে লক ডাউনের কারণে বাড়িতে যেতে পারে নি) সরকারিভাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়৷ সকাল নয়টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে জুমার পূর্বে শেষ হয়৷
অবস্থানরত প্রায় ২৫০০ ছাত্র সকলেরই পরীক্ষা করা হয়৷ আলহামদুলিল্লাহ একজনও করোনা রোগী পাওয়া যায়নি৷
আমাদের দেশে মিডিয়া কর্মীরা পর্যন্ত যেখানে অসচেতন (যার প্রমাণ ১০ এপ্রিল শুক্রবার জাতীয় মসজিদের জুমার নামাজে মিলেছে) সেক্ষেত্রে এই চিত্রে আমাদের জন্যে অনেক শিক্ষা রয়েছে৷ ডাক্তাররাও খুব দূরত্ব বজায় রেখেই পরীক্ষা করছেন৷
জাগো প্রহরী/আবদুল্লাহ
0 মন্তব্যসমূহ