![]() |
জাগো প্রহরী ডেস্ক :
ভারতের সীমান্তে পাক বাহিনীর সঙ্গে বিএসএফের গোলাবিনিময়ে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই পাকিস্তানিও আহত হয়েছেন। রোববার ( ১২ এপ্রিল ) দুই পক্ষের সামরিক কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার থেকে এই বিচ্ছিন্ন গোলাবর্ষণ শুরু হলে রোববার গিয়ে থেমেছে।
অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন বলে তিনি জানান।
অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন, ভারতীয় গোলায় দুই পাকিস্তানি আহত হয়েছেন।
গত বছর কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।
জাগো প্রহরী/মাসউদ আইয়ুবী
0 মন্তব্যসমূহ